প্রতিনিধি ১৩ মার্চ ২০২২ , ১১:৪৫:২১ অনলাইন সংস্করণ
দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্রলীগ- ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জানা যায় কুইজ প্রতিযোগিতায় ‘মহান স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? এমন প্রশ্ন রাখাকে কেন্দ্র করে শনিবার (১২মার্চ) দুপুরে দিরাই সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুত্রে জানা যায় দিরাই সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা আয়োজন করে প্রশ্নপত্র বিতরণ করা হয়। মোট ২০টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি ছিল ‘মহান স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা জানিয়েছেন, ছাত্রদলের কুইজ প্রতিযোগিতায় স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টি হয়। ঐ প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভুল উত্তর হিসেবে নেয়া হয়েছে। যেসব প্রতিযোগি উত্তরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম লিখেছেন তাদের নম্বর দেয়া হয়েছে। এর প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষ হবার পর পূর্ব ঘোষিত কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান করলে ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়ে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সজীব নূর বলেন, ছাত্রদলের কুইজ প্রতিযোগিতায় স্বাধীনতার ঘোষক নিয়ে প্রশ্ন ছিল। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের বলেছেন, ওই প্রশ্নের উত্তরে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম লিখছে তাদের কোন নম্বর দেয়া হয়নি। জিয়াউর রহমানের নাম সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করি। এসময় ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে এলে সাধারণ ছাত্ররা তাদের ধাওয়া দেয়। এ ব্যাপারে কলেজ ছাত্রদল আহবায়ক মোহাম্মদ সালমান মিয়া বলেন, আমরা একাদশ শ্রেনীর ছাত্র/ছাত্রী দের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। ছাত্রলীগ গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করার চেষ্টা করেছে। তা নাহলে আমরা ফলাফল ঘোষণা করার পূর্বে ছাত্রলীগ কিভাবে অবগত হল স্বাধীনতার ঘোষক কে? যারফলে আমরা সাধারন ছাত্রদের নিয়ে তাদেরকে প্রতিরোধ করেছি। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ ধীমান কীর্তনিয়া বলেন, আমার কলেজ ক্যাম্পাসে কিছু হয় নি। শুনেছি ক্যাম্পাসের বাইরে ছাত্রদের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।