প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ১২:১৯:৩৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় কাটাঁতারের বেড়া অতিক্রম করে রাতের আধাঁরে ভারতে অনুপ্রবেশ করার দায়ে বাংলাদেশী এক যুবককে পিঠিয়ে হত্যা করেছে ভারতীয় কিছু যুবকরা। নিহত যুবকের নাম মো. ঝনিক মিয়া (২৫)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে। সোমবার সকালে তাহিরপুর উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারী এলাকার জিরো পয়েন্টে তাকে মেরে ফেলে রেখে যায় ভারতীয় যুবকরা। স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রোববার (১৩ মার্চ) রাতে কোনো এক সময় বাংলাদেশী এই যুবক ঝনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার ভারতীয় যুবকরা তাকে চোর সন্দেহে বেদড়ক পিটিয়ে মেরে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারী নামক স্থানে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি জেনেই সীমান্ত বাহিনী বিজিবিকে অবহিত করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।