• আইন আদালত/সাজা

    তজুমদ্দিনে ১২ জেলে আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা

      প্রতিনিধি ১১ মার্চ ২০২২ , ৬:৪৬:৪৭ অনলাইন সংস্করণ

    তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য অফিসারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৩ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
    উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ শিকার করার দায়ে ১০ জেলে, ১২ টি বেহুন্দি জাল ও ২টি মাছ ধরার নৌকা আটক করা হয়। আটক প্রত্যেকের বাড়ি পাশ্বতর্বী উপজেলা বোরহানউদ্দিনের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

       * তজুমদ্দিন শম্ভুপুরে  জোরপূর্বক ঘের থেকে মাছ লুটপাটের অভিযোগ

       * তজুমদ্দিনে বঙ্গবন্ধু শতবর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন

        *তজুমদ্দিনের মেঘনায় অভিযান ২২ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার

    শুক্রবার সকালে আটকৃত জেলেদের উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে ৩৩ হাজার টাকা জরিমানা করে এবং ১ জনকে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে।
    এব্যাপরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, নিষিদ্ধ এসময়ে যাতে জেলেরা নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content