এম নয়ন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে ২০২১-২০২২ অর্থ বছরে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪/০৩/২০২২) সকাল ১০ টায় তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়ন,শম্ভুপুর ইউনিয়ন, চাচঁরা ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ,চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।