• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে লতিফিয়া সুঃ হাঃ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করেছেন প্রবাসী আব্দুল কালাম

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২২ , ২:১৬:৩৭ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃজ গন্নাথপুর এর লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল কালাম।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া গ্রামবাসীর সার্বিক তত্বাবধানে সাংগিয়ারগাঁও এবং ঘিপুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে নিরিবিলি পরিবেশে অবস্থিত লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৫ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের মাঝে আজ ২৩ শে মার্চ রোজ বুধবার দুপুরে ড্রেস বিতরণ করেছেন একই উপজেলার ঘিপুড়া (রাজবাড়ী) গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনোহর আলীর ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল কালাম ।
    এসময় উপস্থিত ছিলেন, সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া জামে মসজিদের মতুয়াল্লী মোঃ সফর আলী, ঘিপুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুল হাসিম, লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ আশিক মিয়া, ক্যাশিয়ার নিজাম উদ্দিন ও অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মোঃ আজিজুল হক সহ অত্র প্রতিষ্ঠান এর শিক্ষার্থী বৃন্দ।
    পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মোঃ আজিজুল হক।

    আরও খবর

    Sponsered content