প্রতিনিধি ১১ মার্চ ২০২২ , ৬:২২:৫৮ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মোনায়েম(২৮) ও জুবেল (২৮) নামক দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার সহ একদল পুলিশ ১০ ই মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর( আগুনকোনা) গ্রাম নিবাসী মৃত মোঃ মোজাহিদ আলীর ছেলে মোঃ আবু লেইছ মোনায়েম(২৮) কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার মামলা নং- ০৭/০৩/২০২২ ইং,ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯( সংশোধনী ২০১৩) এর ৬(২)এর (ই),(ঈ)/৮/৯/১০/১২/১৩)।এবং একই উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বনগাঁও নিবাসী মোঃ তারিফ উল্লাহ’র ছেলে মোঃ জুবেল মিয়া(২৮) কে গ্রেপ্তারকৃত করেন ( জগন্নাথপুর থানার মামলা নং-০১/০৩/২০২২ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড)। আসামীদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে সুত্র জানিয়েছে। গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামী আবু লেইছ মোনায়েম (২৮) ও জুবেল মিয়া (২৮) কে আজ ১১ ই মার্চ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।