• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

      প্রতিনিধি ১০ মার্চ ২০২২ , ১২:০৭:২৩ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস – ২০২২ ইং উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২২ ইং উপলক্ষে আজ ১০ ই মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১১ ঘটিকার সময় একটি র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সাঈফ উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিলাদ হোসেন, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ নূরুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, মেম্বার মোঃ মাসিক আহমদ, মেম্বার জসীম উদ্দিন মিন্টু, মেম্বার মোঃ আজিজুল হক, মেম্বার মোঃ ছালিক মিয়া, মেম্বার মোঃ কামরুজ্জামান, মহিলা মেম্বার সফেদা বেগম ও মহিলা মেম্বার স্বপ্না রানী ও ফাইজুল বিন আব্দুস সোবহান প্রমূখ।

    আরও খবর

    Sponsered content