প্রতিনিধি ১১ মার্চ ২০২২ , ৬:৫৪:৪৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রিয় সংসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশে গনতন্ত্রের বাগান থেকে রাজাকার বিতাড়িত করতে হবে, অর্থনীতির বাজার থেকে দুর্নীতি বিদায় করতে হবে, রাজনীতি থেকে গোন্ডামী বিদায় করতে পারলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরী সেমিনার হলে জাসদ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা জাসদ সভাপতি এনামুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট রুহুল কবির তুহিনের স ালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটি’র সহ সভাপতি লোকমান আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা আনোয়ারুল ইসলাম, জাসদ নেতা ওয়াহিদুল কবীর প্রমুখ।