প্রতিনিধি ৮ মার্চ ২০২২ , ৩:১২:৩৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কমিটি ঢাকা কর্তৃক ঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মরত ১১-১৬ তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে পঞ্চম দিনের মত কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ( বাকাসস) সুনামগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে একটানা এই কর্মবিরতি পালন করা হবে।
কর্ম বিরতিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ( বাকাসস) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি মো.নুরুল আমীন, বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সৌরভ রায় পার্থ, সহ সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার প্রমুখ।