প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২২ , ২:১৫:০০ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর উপজেলার ৭ টি ইউনিয়ন এর নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ সমূহের সদস্য ও মহিলা সদস্য গণের শপথ গ্রহন অনুষ্টান আগামীকাল ২ রা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ, পাটলী ইউনিয়ন পরিষদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ, আশারকান্দী ইউনিয়ন পরিষদ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এর নব-নির্বাচিত সদস্য ও মহিলা সদস্যাগণের শপথ গ্রহন অনুষ্টান স্বাস্থ্য বিধি মেনে আগামীকাল ২ রা ফেব্রুয়ারী রোজ বুধবার বেলা ৩ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতেএ স শপথ বাক্য পাঠ করাবেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। শপথ গ্রহন পূর্বে সকল ইউপি সদস্য ও সদস্যাগণ স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করতে হবে।
এবিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম বলেন, ২০২১ সালের ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচননে বিজয়ী সদস্য ও মহিলা সদস্যাগণের শপথ গ্রহন অনুষ্টান আগামীকাল ২রা ফেব্রুয়ারী রোজ বুধবার বিকাল ৩ টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সদস্য ও মহিলা সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অত্র ইউনিয়ন পরিষদ সমূহের নবনির্বাচিত চেয়ারম্যানগন এর শপথ গ্রহন অনুষ্টান গতকাল ৩১ শে জানুয়ারী রোজ সোমবার জেলা প্রশাসক এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।