প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৩৬:০৪ অনলাইন সংস্করণ
এ কে মিলন সুনামগঞ্জ থেকেঃ আজ ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এর কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঐক্যজোটের সুনামগঞ্জ জেলার আহবায়ক স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মোঃ আবুল হোসাইন, সঞ্চালনা করেন ঐকজোটের সদস্য সচিব মাওলানা মিছবাহ উদ্দিন, বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মাওলানা অলি উল্লাহ, যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান, যুগ্ম আহবায়ক আলী আহমদ, যুগ্ম আহবায়ক অলিউর রহমান, যুগ্ম আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক তাজ মাহমুদ প্রমুখ। মানববন্ধন শেষে ঐক্যজোট নেতারা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর মাধ্যমে ৮ দফার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।