প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২২ , ৩:১০:২৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন করেন নয়নের সহপাঠী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, নয়ন শান্ত প্রকৃতির একটি ছিলো। গত ৩০ জানুয়ারি ৪২০টাকার জন্য তাকে নির্মমভাবে হত্যা করে আটককৃত দুই ঘাতক সহোদর। হত্যাকান্ড ঘটার সাথে সাথে পুলিশ প্রশাসন রাতেই শহরের হাছন নগর এলাকা থেকে ঘাতক দুজনকে গ্রেফতার করায় ধন্যবাদ জানিয়ে বাকী আসামিদের দ্রæত গ্রেফতার করে ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন নয়নের বাবা কাওসার আলম, শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, এলাকাবাসী আলী হায়দার, অমিত রায়।