প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ৯:১১:৩০ অনলাইন সংস্করণ
কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে অবৈধভাবে নদীর পাড়কেটে বালু উত্তোলণের সময় ৩টি অবৈধ ড্রেজার মেশিন ও ৩টি ষ্টিলবডি বাল্কহেড নৌকা আটক করেছেন।বুধবার ভোররাতে নৌ পুলিশ সুপার শম্পা ইয়াসমিনের নেতৃত্বে সুনামগঞ্জের টুকেরবাজার নৌ-পুলিশ সদস্যরা সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রাম্মনগাঁওয়ের পূর্বে সুরমা নদী থেকে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ৩টি ড্রেজার মেশিনসহ তিনটি বালু ভর্তি ষ্টিল নৌকা এবং ৭জনকে আটক করা হয়। আটককৃতরা সদর উপজেলার সাক্তারপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে মাসুক মিয়া, হুরারকান্দা গ্রামের ইমাম আলীর ছেলে আজহার আলী, সোনাপুর গ্রামের মহরম আলীর ছেলে আমিন মিয়া,জিন্নাত আলীর ছেলে ফারক মিয়া,সাক্তারপাড়া গ্রামের বাছির মিয়ার ছেলে মাসুক মিয়া,ডলুরা গ্রামের আবু তালেবের ছেলে সোহেল মিয়া,কাইয়ারগাঁও গ্রামের কেরামতের ছেলে হেকিম আলী। টুকের বাজার নৌ-পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের সিলেট অঞ্চলের দায়িত্বরত পুলিশ সুপার শম্পা ইয়াসমিনেরর নেতৃত্বে টুকেরবাজার নৌ পুলিশ ইনচার্জ মোঃরকিবুল ইসলাম সঙ্গিয় ফোর্স সহ অভিযান চালিয়ে নৌকা ড্রেজার মেশিন সহ এদের আটক করেন। আটকের সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান নদী পথে অবৈধভাবে বালুপাথর উত্তোলন কারিদের বিরোদ্ধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে তার ধরাবাহিকতায় কোরবান নগড় ইউনিয়নের ব্রাম্মণগাঁও এলাকায় সুরমা নদী থেকে ৩টি ষ্টিলবডি নৌকা ৩ টি বাংলা ড্রেজার মেশিন সহ ৭জন কে আটক করা হয় এবং আটককৃতদের বিরোদ্ধে বালুমহাল আইনে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কারীদের বিরোদ্ধে নৌ-পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হবে, নদীর পরিবেশ রক্ষা করতে নৌ-পুলিশ কঠোঁর অবস্থানে রয়েছে।