প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৫৭:৫৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় বিভাগীয় কমিশনার শীতবস্ত্র বিতরণ করেছেন। মুজিব বর্ষে দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদ্যোগের অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের দারাইন নদীর তীরে মুজিব নগরে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণ করে দেয়া ১০৫টি পবিরারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দুটি কাঠাল গাছ রোপন করা হয়েছে।
রবিবার সকালে শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব নগরে শীতার্ত এসব অসহায় মানুষজনের মধ্যে প্রধান অতিথি হিসেবে শীতবন্ত্র বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন । এর আগে ভেড়াডহর গ্রামে সরলাল উচ্চ বিদ্যালয়ে টিকা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকার্তা আবু তালেবের সভাপতি ও ৬নং বাহারা ইউনিয়নের চেয়ারম্যান বিশ^জিৎ চৌধুরী নান্টুর স ালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এছাড়া ও বক্তব্য রাখেন শাল্লা উপজেলা চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস,শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, পানি উন্নয়ন বোর্ডের এসও মো. আব্দুল কাইয়ূম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন স্বাধীনতার ৫০ বছরে কোন সরকার প্রধান দেশের ভূমিহীনদের ঘরের ব্যবস্থা করে দেয়নি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের মাথা গোজার ঠাই করে দিয়েছেন্ তিনি এই মুজিব নগরের ঘর পাওয়া ছেলেমেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করার কথা ও জানান। অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন শেষে মুজিব নগরে ২টি কাঁঠাল গাছ রোপণ করেন সিলেট কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
Notifications