• অর্থনীতি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৩৩:১০ অনলাইন সংস্করণ

    এম নয়ন,  তজুমদ্দিন (ভোলা)।। তজুমদ্দিন উপজেলায় নিবন্ধিত জেলেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরু বিতরণ করা হয়েছে।
    মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২১- ২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ১০ জন সুফলভোগী জেলেদের মাঝে ১০ টি গরু বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
    এসময় প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন,    বিকল্প কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সাবলম্বী হওয়ার লক্ষ্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

    উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া,  মোঃ মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল  প্রমুখ।

    আরও খবর

    Sponsered content