প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২২ , ১:২২:১০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গোলেস্তা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই নারীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সোমবার সকালে পাহাড়পুর গ্রামের পাশাপাশি বাড়ীর মঈন উদ্দিনের স্ত্রী ও আব্দুল হকের বোনদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারি থামাতে গিয়ে মঈন উদ্দিনের মাতা গোলেস্তা বেগম (৭০) ঘটনাস্থলে আহত হন। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিহতের লাশ প্রেরন করেছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।