প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৪৫:০৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক কর্তৃক প্রেসক্লাবের সভাপতিকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় সাংবাদিক ও সুশীল সমাজের মানববন্ধনকে কেন্দ্র করে উপজেলা সদর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এই যুবলীগের আহবায়কের অনুসারীদের পরিকল্পিত হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের এক সাবেক সাধারন সম্পাদক তানসেন তালুকদার তুষার সহ প্রায় ১৫ জন । এ সময় হামলাকারীদের দমন করতে পুলিশের গুলিতে একজন গৃহবধূসহ ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত অঞ্জু মিয়া বলেন, উপজেলার উজান তাহিরপুর গ্রাম থেকে হঠাৎ ২০/৩০ জন ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষার এর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তানসেন তালুকদার তুষার এর পক্ষের লোকজন হামলাকারীদের প্রতিহত করতে চাইলে অপরদিক থেকে ছিটা গুলি করা হয়। এ সময় ভাটি তাহিরপুর গ্রামের গৃহবধূ তানসেন তালুকদার তুষার এর আম্মা গুরুতর আহত হয়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৭ রাউন্ড গুলিবর্ষন করে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি জানান।