প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ৮:১৯:৪৩ অনলাইন সংস্করণ
এম নয়ন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনের মেঘনায় জাল ফেলতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে চরমোজাম্মেল সংলগ্ন মেঘনা নদীতে পড়ে শাহে আলম (৪০) নামের ওই জেলে নিখোঁজ হয়। সে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার তারামনিয়া গ্রামের আউয়াল প্রধানের ছেলে।
ওই জেলে ট্রলারের প্রধান সাদেক মোল্লা মাঝি জানান, “মঙ্গলবার রাতে আমরা চরমোজাম্মেলের পূর্বপাশে মেঘনায় জাল পাতি। কিছুক্ষন পর নিখোঁজ শাহে আলম সহ জেলেসহ ৪ মাল্লা মিলে জাল টানা শুরু করি। হঠাৎ কিছু একটা নদীতে পড়ে যাওয়ার শব্দ শুনে হতচকিত হয়ে পড়ি। দেখি মাল্লা শাহে আলম নদীতে পড়ে স্রোতের টানে ভেসে যাচ্ছে। আমরা নৌকা ঘুরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু কিছুক্ষনের মধ্যেই সে স্রোতের টানে হাড়িয়ে যায়। পরে সারারাত ও পরদিন খোঁজাখুঁজি করেও আর সন্ধান পাইনি। পরে বৃহস্পতিবার থানায় সাধারন ডায়েরী করি।”
অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক জানান, এ ঘটনায় বুধবার রাতে অপর জেলেরা একটি সাধারণ ডায়েরী করে। নম্বর ৮৮০ । পর মেঘনা সংলগ্ন সকল থানায় তথ্য দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।
তজুমদ্দিনের কোষ্টগার্ডের চীপ পেটি অফিসার মোঃ জমির হোসেন জানান, জেলেদের কাছে তথ্য পেয়ে নদীতে বেশ কিছু এলাকায় অভিযান চালাই।