প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ১২:১০:০৩ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ এবং জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন স্কুলের শিশুদের মাঝে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূইয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সংস্থার ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন স্কুলের ৩ হাজার ৪শ শিশুর মাঝে একটি করে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।