• কৃষি সংবাদ

    ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ৬:৪৫:০১ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ “মুজিববর্ষে বিএডিসি,কৃষির সেবায় দিবানিশি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আলুর নতুন জাত সম্প্রসারণে প্রদর্শনী প্লট স্থাপন ও মাল্টিলোকেশন ট্রায়ালে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এিএডিসি’র মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে এবং বিএডিসি হিমাগার ঠাকুরগাঁওয়ের বাস্তবায়নে গতকাল রোববার দুপুরে সদর উপজেলার বড়বালিয়া খায়রুল পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপপরিচালক (টিসি) বিএডিসি ঠাকুরগাঁওয়ের উৎপল কুমার সাহার সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার গুহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন,উপপরিচালক (টিসি) দিনাজপুর আবু জাফর নিয়ামত উল্লাহ, উপপরিচালক (ক: গ্রো:) ঠাকুরগাঁও ফারুখ হোসেন, বীজবিতরণ দিনাজপুরের উপপরিচালক আব্দুর রশিদ,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

    আরও খবর

    Sponsered content