• রাজনীতি

    জারজ আইনে নির্বাচনও জারজ হবে- মোমিন মেহেদী

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২২ , ৩:৩৮:৩৫ অনলাইন সংস্করণ

    প্রেস বিজ্ঞপ্তিঃ নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, যদি এখনো নির্বাচন কমিশন বাতিলের জন্য ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে জারজ আইনে নির্বাচনও জারজ হবে। ২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ‘মহান ভাষা আন্দোলনে নতুন প্রজন্মের ভূমিকা এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

    তোপখানা রোডস্থ কার্যালয়ের সভায় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্ম ভাষা আন্দোলন থেকে, মুক্তিযুদ্ধ থেকে, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শিখে রাজপথে কাজপথে তৈরি হচ্ছে। তারা রাজনীতি থেকে কুরাজনীতিক এবং প্রশাসন থেকে কুপ্রশাসনিক কর্মকর্তা-কর্মচারির হাত থেকে মুক্তির জন্য নতুনধারার রাজনীতির সাথে সারাদেশের সকল স্তরের ছাত্র-যুব-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

    আরও খবর

    Sponsered content