প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২২ , ৩:০৬:৪৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ “সুস্বাস্থ্যের মূলনীত, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি”এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক বিমল চন্দ্র ঘোষ, জেলা খাদ্য নিয়তন্ত্রক কর্মকর্তা শরিফ উদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফুল ইসলাম, জেলা ব্রাকের সমন্বয়ক একে আজাদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, কোন পণ্যের মধ্যে বেশি লাভের আশায় দয়া করে কেউ বেজাল মিশাবেন না। যদি সুনামগঞ্জে কোন ব্যবসায়ী কারো কাছে বেজালজাত পণ্য বিক্রি করেন তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।