• সুনামগঞ্জ

    জগন্নাথপুর এর ৭ ইউপির সদস্য ও সদস্যাদের শপথ গ্রহন সম্পন্ন

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২২ , ১:২৩:২৫ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর ৭ইউনিয়ন পরিষদ সমূহের নব-নির্বাচিত সদস্য ও মহিলা সদস্যাদের শপথ গ্রহন অনুষ্টান আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুল দিয়ে তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর নবনির্বাচিত মেম্বার মোঃ আব্দুল হাসিম, মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, মেম্বার মোঃ মশিক আহমদ, মেম্বার মোঃ মিন্টু মিয়া, মেম্বার মোঃ সাদিক মিয়া, মেম্বার মোঃ মোহন মিয়া, মেম্বার মোঃ ছালিক মিয়া, মেম্বার মোঃ কামরুজ্জামান, মেম্বার মোঃ আজিজুল হক, মহিলা সদস্যা মোছাঃ ছফেদা বেগম, মহিলা সদস্যা হুসনারা বেগম ও মহিলা সদস্য্যা স্বপ্না রানী দাস সহ উপজেলার মোট ৭ টি ইউনিয়ন এর ৮৪ জন পুরুষ ও মহিলা ইউপি সদস্যকে আজ ২ রা ফেব্রুয়ারী রোজ বুধবার ৩ ঘটিকার সময় উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র ও জগন্নাথপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও ইলেকট্রনিকস-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।
    শপথ বাক্য পাঠ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব-নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
    অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন কোর্ট মসজিদের ইমাম জালালী ও গীতাপাঠ করেন উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার।

    আরও খবর

    Sponsered content