প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২২ , ৭:১৩:৩৬ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মরহুম আলহাজ্ব এম এ মালিক মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে ফারিহা এন্ড মিনহা এফসি চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে জাকারিয়া এফসি মিরাবাজার। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন আলহাজ্ব এম এ মালিক মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও শাহারপাড়া মিরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যায় এর আয়োজনে দুদিন ব্যাপী সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ১৭ ই ফেব্রুয়ারী সফল ভাবে সম্পন্ন হয়েছে। উক্ত টুর্নামেন্টে ২৬ টি ফুটবল দল অংশ গ্রহণ করেছিল।তমধ্যে ফাইনাল খেলায় ফারিহা এন্ড মিনহা এফ.সি চ্যাম্পিয়ন ও জাকারিয়া এফসি মিয়ার বাজার রানারআপ হয়েছে। চ্যাম্পিয়ন দল ১ম পুরুষ্কার ২৫ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দল দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক এর হাতে প্রাইজমানির টাকা তুলে দিয়েছেন স্থানীয় বিশিষ্ট মুরুব্বী মোঃ খলকু কামালী, খেলা পরিচালনা কমিটির দায়িত্বে থাকা আব্দুল হক কামালী,মোছাদ্দিক কামালী, সুহাদ কামালী, লায়েক কামালী ও সুলতান কামালী প্রমূখ। প্রাইজমানি বিতরণ পূর্ব সময়ে বক্তব্য রাখেন, শাহ আলম কামালী, আনহার মিয়া কামালী, ইউসুফ কামালী,লুলু কামালী,রফু কামালী,ফারুক কামাল কামালী। সফল সমাপ্তির জন্য মরহুম আলহাজ্ব এম.এ. মালিক ট্রাষ্টের চেয়ারম্যান যুক্তরাষ্ট প্রবাসী শাহান রহিম সুন্দরভাবে সফল সমাপ্তির জন্য এলাকার থাকা মুরুবিয়ান ও যুবক সহ পরিচালনার দায়িত্বে থাকা সকল কে ধন্যবাদ জানানোর পাশা-পাশি এলাকার সকল কে আস্বস্ত করেন যে টুর্নামেন্ট এর ধারাবাহিকতা বজায় রাখবেন এতে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।এলাকার মুরুব্বী জনাব খলকু মিয়া কামালী বলেন খেলা ধুলার মাধ্যমে মানুষের শারীরীক গঠন ভালো হয়।আরো বক্তব্য রাখেন সফলতার সহিত খেলা সমাপ্তির জন্য খেলা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ৭০ নং মিরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজীং কমিটির সভাপতি মোঃ আবু তাহের রোহান।