প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২২ , ৬:৪৩:৩৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের মাদক ও চুরিসহ প্রায় ১৫টি মামলায় অভিযুক্ত মাদক সম্রাট চিহ্নিত চুর জসিমকে গ্রেফতার করা হয়েছে। ২৯জানুয়ারী মঙ্গলবার সারা রাত অভিযান পরিচালনা করে ৩০ জানুয়ারী মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক স¤্রাট জসিমকে মঙ্গলকাটা এলাকা থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার এস আই হাবিবুর রহমান, এস আই অঞ্জন সরকার, এস আই সাইফুর রহমান,এ এস আই খাজা মঈনুদ্দিনসহ পুলিশের সঙ্গিও ফোর্স তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন। পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতার কৃত আসামী জসিম উদ্দিন সে একজন চিহ্নিত মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিভিন্ন চুরির মামলার আসামী। এলাকায় তাকে চুর ও মাদক স¤্রাট বলে সবাই ছিনে। সে একাধীক মামলার সাজা প্রাপ্ত দাগী পলাতক আসামী। গেফতারকৃত জসিম সুরমা ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের মো: আব্দুল কুদ্দুসের ছেলে। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে মাদকসহ বিভিন্ন মামলা রুজু হয় এবং পুলিশ তাকে কয়েক বার গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। কিন্তু কিছু দিন কারাগার ভোগ করে জামিনে বের হয়ে আবার শুরু করে মাদকের কায়েম রাজত্ব ও রমরমা ব্যবসা। অবশেষে দীর্ঘদিন অনুসন্ধাঁন করে পুলিশ তাকে ৩০ জানুয়ারী বুধবার গ্রেফতার করে ৩১ জানুয়ারী আদালতে প্রেরণ করেন।
এব্যপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইফতিকার উদ্দিন চৌধুরী বলেন আসামী জসিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Notifications