• সংবর্ধনা / উদ্বোধন

    সিলেটে ভাটিপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিফতা চৌধুরী সংবর্ধিত

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ৯:১১:৩৩ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ সিলেট ঙ্গরীর মদিনা মার্কেটে, সিলেটস্থ ভাটিপাড়া ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতাকে সংবর্ধনা দেওয়া হেয়েছে।

    এ সময় উপস্কাথিত ছিলেনঃ- জী সাইকুল, পলাশ তালুকদার, রুবেল মুন্সি, সোহাগ চৌধুরী, সেজু চৌধুরী, শফিকুল ইসলাম, পাবেল চৌধুরী, বাবু চৌধুরী, সজিব আহমেদ, সুজাত কাজী ইমন,জীবান আহমেদ, এনাম, শিহাবুল,জাহান চৌধুরী, আলমগীর খান,রকি আহমেদ শুভ,লিজার তালুকদার, অনিক চৌধুরী,খুরশেদ আলম,রবিন আহমেদ,রুহাগ তালুকদার সহ আরও অনেক।

    আরও খবর

    Sponsered content