• ত্রাণ বিতরণ

    নতুনধারার মাসব্যাপী কম্বল বিতরণ সমাপ্ত

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২২ , ১:২৩:০৮ অনলাইন সংস্করণ

    প্রেস বিজ্ঞপ্তিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক না কেটে মাসব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তোপখানা রোডস্থ কার্যালয়ে এই কর্মসূচিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
    এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নির্মমতার রাজনীতি, দুর্নীতি থামাতে তারুণ্যের রাজনৈতিক প্লাটফর্মের সাথে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারার রাজনীতিকগণ সকল অন্যায়কে প্রতিহত করবে লোভ মোহহীন নিরন্তর রাজপথে থেকে। করোনা পরিস্থিতিতে অন্য সকল দল যখন নিষ্ক্রিয় ছিলো, তখন নতুনধারার রাজনীতিকরা যেভাবে রাজপথে ছিলো, জনগনের পাশে ছিলো, আগামীতেও থাকবে ইনশাল্লাহ।
    উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর মোমিন মেহেদীর নেতৃত্বে বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের এবং বিভিন্ন জেলা উপজেলার শত শত ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে ‘রেডর‌্যালী’র মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিলো নতুনধারা বাংলাদেশ এনডিবি।

    আরও খবর

    Sponsered content