প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২২ , ৭:৩১:০৬ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে কোয়ারীর করে বালু-পাথর উত্তোলনের সময় মাটি চাপা পারে আজহারুল ইসলাম(৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া এলাকার বড়টেক শিমুল বাগান এলাকার জাদুকাটা নদীর পাড়ে এই র্দূঘটনাটি ঘটে। নিহত যুবক ঘাগটিয়া গ্রামের নুর সালামের ছেলে। সে কোয়ারীতে অবৈধ বালু-পাথর উত্তোলনকারী ক্যাফাজুলের আপন ছোট ভাই।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, জাদুকাটা নদীতে পাথর উত্তোলনে সরকারি বিধিনিষেধ থাকা শর্তেও ঘাগটিয়া গ্রামের নুর সালামের ছেলে ক্যাপাজুলসহ ১০/১২ জনের একটি বালু-পাথর খেকো সিন্ডিকেট চক্রের নেতৃত্বে গত একমাস ধরে একটি পাথর খেকো সিন্ডিকেট চক্র জাদুকাটা নদীর পাকা রাস্তার মাথা এলাকায় নদীর পাড় কেটে প্রায় ১০/১২ টি অবৈধভাবে পাথর কোয়ারী করে পাথর উত্তোলন করে আসে। এরই ধারাবাহিকতায় প্রতিদিন মতো আজ রবিবার সকাল থেকে শতাধিক শ্রমিক ওই সব অবৈধ বালু-পাথর কেয়ারী থেকে বালু পাথর উত্তোলন করে আসছে। পরে বিকেলে শ্রমিকরা বালু পাথর উত্তোলনের সময় হঠাৎ করেই
বালু-পাথর কোয়ারীর পাড় ভেঙে পড়লে এসময় শ্রমিক আজহারুল ইসলাম মাটি নিচে চাপা পাড়ে যায়। এ সময় ওই কোয়ারীতে থাকা অন্য শ্রমিকদের ডাক চিৎকারে আশপাশে থাকা লোকজন ও নদীতে কাজ করতে আসা বারকী শ্রমিকরা মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় বাদাঘাট বাজারের লাইফ কেয়ার ডায়গনিস্টিক সেন্টার নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ ঘাগটিয়া গ্রামের নুর সালামের ছেলে কোয়ারীর গডফাদার ক্যাফাজুল ওইসব অবৈধ বালু-পাথর কেয়ারী থেকে পাথর বোঝাই প্রতি বারকী নৌকা ২০০ টাকা ও প্রতি কোতগারী থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা চাদা নিয়ে সরকার নিষেধাজ্ঞা অমান্য করে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখি জাদুকাটা নদীর পাড় কেটে কেয়ারী করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে আসে দীর্ঘদিন ধরে।
এ ব্যাপারে ওসির দায়িত্বে থাকা তাহিরপুর থানার এসআই হক্কানি বলেন, খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ি এস আই জয়নাল আবেদীনকে ঘটনার স্থল পাঠিয়েছি। অবৈধ বালু-পাথর কেয়ারীর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।