প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২২ , ১১:৩১:১৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ আগামী ৭ ফেব্রæয়ারি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশাল শোডাউন সহকারে মনোনয়নপত্র দাখিল করলেন সম্মিলিত নাগরিক ঐক্যজোটের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজাদ হোসেন। ১২ জানুয়ারি বুধবার সকালে উপজেলা রিটার্নিং অফিসার উত্তম রায়ের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীদের আগাম প্রচারণা জমে উঠেছিল। বিশেষ করে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক চেয়ারম্যান ও বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও তার প্রধান প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ফেরদৌছ আলম নিজেদের প্রচারণায় বিগত দিন এগিয়ে থাকলেও গত এক সপ্তাহের প্রচারণায় এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন নবাগত প্রার্থী ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন।
এই ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মিলন কুমার তালুকদার,বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ আজাদ হোসেন এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সামায়ূন কবীরসহ আরো অনেকেই দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়ায় বি তরা অপেক্ষাকৃত একজন সুযোগ্য বিদ্রোহী প্রার্থীকে নির্বাচিত করতে প্রতিশ্রæতিবদ্ধ।
মূলত একারণেই সুযোগ্য প্রার্থী আজাদ হোসেনের পাল্লা ভারী হয়ে উঠেছে। আজাদ হোসেন ১৯৭৪ সালের ২৪ মার্চ তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এক স¤্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আব্দুল হান্নান তালুকদার মাতা মোছাঃ মিনারা বেগম। প্রবাসী বোনদের সহায়তা ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইতিমধ্যে তিনি তার নিজের ভিত্তি মজবুত করে তুলেছেন।
এখন এলাকার আর্থ সামাজিক উন্নয়নে আত্মনিয়োগ করার সদুদ্দেশ্যেই তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতায় অবতীর্ণ হয়েছেন।
বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের বর্তমান সাধারন সম্পাদকের গুরু দায়িত্ব পালন ছাড়াও আজাদ হোসেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্যপদে চলমান দায়িত্ব পালন করছেন।
আজাদ হোসেন
২০০৬ইং সনে তাহিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক,২০০৪ইং সনে যুবলীগের উপজেলা কমিটির ১নং সদস্য,২০০১ইং সনে উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য পদে রাজনীতিতে সক্রিয় ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক ও ব্যবসায়ীক কর্মকান্ডেও জড়িত আছেন। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দুল্লু শালড়া এলাকায় পরিচালিত “মাস পোল্ট্রি ডেইরি এন্ড ফিসারীজ লিমিটেড এর চেয়ারম্যান,সিলেটের আহি ফিলিং ষ্টেশন এর সদস্য,চাপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদ এলাকায় পানামা পোর্ট লিমিটেড এর উপদেষ্টা,সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সদস্য,সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর ও সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির দাতা ও আজীবন সদস্যসহ বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডে অবদান রেখে চলেছেন।
বিএনপির শাসনামলে অপারেশন ক্লিনহার্ট চলাকালে হয়রানীমূলক মামলায় ৩ মাস কারাভোগ এবং ১/১১ আমলে ষড়যন্ত্রমূলক মামলায় আরো ৪ মাস কারাবরন করেন তিনি। ভাটি বাংলার প্রাণপুরুষ বিশ্ববরেণ্য পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত এমপির একনিষ্ট রাজনৈতিক সমর্থক ও কর্মী হিসেবে আওয়ামীলীগের রাজনীতিতে তার আবির্ভাব। সুরঞ্জিত সেন গুপ্ত এমপির সেবামূলক রাজনীতির প্রতি দীক্ষিত ও আকৃষ্ট হয়ে তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত করতেই প্রচন্ড আত্মবিশ্বাস ও মনোবল নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন।
এলাকার ভোটাররা বলেছেন,আজাদ হোসেন দলমত নির্বিশেষে সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী। সুদ,দাদন ব্যবসা,সন্ত্রাস,দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সাধারন মানুষের সেবা সুনিশ্চিত করার জন্যই বালিজুরী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো। সম্প্রতি এলাকাবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় মোঃ আজাদ হোসেন বলেন, বালিজুরী ইউনিয়নের গরীব দু:খী মেহনতি মানুষের সেবা সুনিশ্চিত করার জন্যই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।