প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২২ , ৪:১৯:৩৯ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর কলকলিয়া বাজার থেকে দিরাই এর আব্দুল লতিফ এর পালসার মোটর সাইকেল চুরি হয়েছে।
ঘটনা বিবরণে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন জগদল ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রাজনাও গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুর রব এর ছেলে মোঃ আবুল লতিফ সিলেট থেকে নিজ বাড়ী যাওয়ার পথে ৩০ শে জানুয়ারী রোজ শনিবার রাত প্রায় ৭ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া বাজারস্থ রাহীম স্টুডিওর সামনে কালো রঙের পালসার মোটর সাইকেলটি ( গাড়ী নং-সিলেট-মেট্রো-ল-১১-০০-৯২) রেখে পার্শ্ববর্তী চায়ের দোকানে বসে ছাতক উপজেলাধীন শক্তিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ আছাব মিয়া (সাবেক মেম্বার) কে নিয়ে মোটর সাইকেল এর মালিক আব্দুল লতিফ তার ভাই সহ চা খেয়ে বাড়ী যাইতে চাইলে মোটর সাইকেল যথা স্থানে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোটর সাইকেলটি পাননি। মোটর সাইকেলটি চুরি হয়েছে বলে স্থানীয়রা ও মালিক পক্ষ আন্দাজ করছেন।
এ ব্যাপারে মোটর সাইকেল এর মালিক আব্দুল লতিফ বলেন, চুরেরা আমার মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার গাড়ী চুরি করতে পারে এমন দুয়েকজনকে সন্দেহ করছি। আমার গাড়ীর কাগজ পত্র আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
Notifications