• সুনামগঞ্জ

    জগন্নাথপুর এর কলকলিয়ায় হত-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ

      প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২২ , ১০:০২:৩০ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র ৩ শত জন মানুষের মধ্যে সরকারি কম্বল বিতরণ করা হয়েছে।
    দেশে শৈত প্রবাহ বৈইছে। এই করুন শীতে কিছুটা হলেও আরাম পেতে সরকারি ভাবে বরাদ্দকৃত ৩ শতটি কম্বল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর সহায় সম্বলহীন হতদরিদ্র ৩ শত জন মানুষের মধ্যে ৪ ঠা জানুয়ারী রোজ মঙ্গলবার পরিষদ প্রাঙ্গণে জনপ্রতি ১টি করেে কম্বল বিতরণ করেছেন অত্র ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম।
    এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ তারা মিয়া, আছাদুল হক, অর্জুন বাবু, মোজাফফর হোসেন লিটন, আজিজুর রহমান, তরুণ সমাজ সেবক মোঃ জোবায়ের আহমদ জুবের, আব্দুল হান্নান, ইউপি সচিব শচী কান্ত তালুকদার, কালেক্টর জিতেন্দ্র দেব নাথ, ফাহিম আহমদ, মাছুম আহমদ ও সুবিধাভোগী জনসাধারণ সহ গ্রাম পুলিশ বৃন্দ।

    0Shares

    আরও খবর

    Sponsered content