প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২২ , ৬:৫৯:২৪ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “স্মার্ট ফোনের আসক্তি, পড়াশোনার ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ৪৩ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ ই জানুয়ারী রোজ শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২১ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি বাবু শংকর রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ কুমার রায় ও উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী প্রমূখ। এদিকে উপজেলা পরিষদ আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক স্কুল -কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৩টি স্টল বসেছে। মেলার স্টল গুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।