• ইসলামি জীবন

    আওলাদে রাসুল সায়্যিদ আসজাদ মাদানী ২৯ জানুয়ারি চান্দিপুর মাদ্রাসার সম্মেলনে আসছেন

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২২ , ৮:২৯:১৭ অনলাইন সংস্করণ

    এস এম ওয়াহিদুল ইসলামঃ সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঐতিহ্যবাহী চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার ৬৮তম বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রধান মেহমান হিসেবে আসছেন আওলাদে রাসুল, বিশ্বনন্দিত প্রখ্যাত আলেম আল্লামা সায়্যিদ হুসাইন আহমেদ

    “মাদানী রহ,র সুযোগ্য সাহেবজাদা, আল্লামা হাফেজ সায়্যিদ আসজাদ মাদানী ভারত।”


    বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন আহমদ।
    সম্মেলন ২৯ জানুয়ারি,২২ খ্রিঃ শনিবার দুপুর ১২ ঘটিকা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত চলবে বলে জানা গেছে।
    এছাড়া সম্মেলনে উপস্থিত থাকবেন-

    শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান দরগাহপুর, শায়খ মাওলানা হাফিজ মুহসিন আহমদ কৌড়িয়া, মাওলানা মে’রাজুল হক মাযহারী ঢাকা, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী ঢাকা সহ আরও বিশিষ্ট উলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থাকবেন।


    প্রসঙ্গতঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই পৌরসভার ঐতিহ্যবাহী গ্রাম চান্দিপুর এ, আওলাদে রাসুল হুসাইন আহমদ মাদানী, আস’আদ মাদানী সহ মাদানী পরিবারের একাদিক সদস্য বিভিন্ন সময় আগমন করেছেন।


    চান্দিপুর মাদ্রাসার বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে চান্দিপুর গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে ঘরে ঘরে। দূর-দূরান্তের আত্মীয়স্বজন বছরের এইদিনে এসে আতিথিয়েতা গ্রহণ করেন। আশ-পাশের গ্রামাঞ্চল থেকে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন ওয়াজ মাহফিলে। কয়েক’শ অতিথি মুসল্লিদের রাতের আপ্যায়ন করান গ্রামবাসী।


    শিশু-কিশোর ও যোবাদের বাড়তি আনন্দ উৎসবে রুপ নেয়। পাড়ায় পাড়ায় গরু জবাই সহ নিজ-নিজ পুকুর সেচে মাছ সংগ্রহ সহ সামর্থানুযায়ী সম্মেলনের কয়েকদিন আগেই বাড়তি প্রস্তুতি নেন ধনী-গরীব সবাই। গ্রামে অন্যান্য মক্তব, মসজিদে এবং বিভিন্ন সামাজিক ইসলামী সংগঠনের উদ্যোগে আরও কয়েকটি ইসলামি সম্মেলন হলেও প্রধান সম্মেলন চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন।
    মাদ্রাসা, মসজিদের মাঠ ছাপিয়ে লোকে লোকারণ্য হয়ে যায় স্কুলের মাঠ পর্যন্ত।


    ৬৮ বছরের পুরনো এই মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা দেশ-বিদেশে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রে সুনামের সাথে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।


    আমরা ২৯ জানুয়ারি ঐতিহ্যবাহী চান্দিপুর মাদ্রাসার সম্মেলনের সফলতা কামনা করছি।
    প্রতিবেদকঃ প্রাক্তন ছাত্র চান্দিপুর মাদ্রাসা।

    আরও খবর

    Sponsered content