• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে এনজিও পদক্ষেপ

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ৭:২৯:৩২ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ: সুনামগঞ্জে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পদক্ষেপ এর সুরমা ব্রাঞ্চের উদ্যোগে ২৫ ডিসেম্বর শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ব্রাঞ্চের উদ্যোগে স্থানীয় বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত স্বাস্থ্য ফ্রি ক্যাম্প পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পে ৩ শতাধিক দরিদ্র রোগীকে ঔষধ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে দরিদ্র নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আশরাফুল হক, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল সাকি ও সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আল আমিন শুভ। এসময় পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া,বেরিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, সুরমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাজেদা বেগম,ওয়ার্ড মেম্বার আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আঃ বারিক,সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ আলতাফ হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা দীপংকর মালাকার,সনেট রায়,সামাজিক উন্নয়ন কর্মকর্তা আলমগীর,জাহিদুল ইসলাম,কৃষি কর্মকর্তা সোহেল খান প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্পে আগত সেবাপ্রার্থীরা পদক্ষেপ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডেপুটি সিভিল সার্জন বলেন পদক্ষেপ এর মতো যদি অন্যান্য সংস্থা এভাবে জন কল্যানে কাজ করতো তাহলে আমাদের সমাজ আরও উন্নত ও উপকৃত হতো।

    আরও খবর

    Sponsered content