প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২১ , ৫:৫৯:৪৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালী ব্রিজের পাশে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহী রনি, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ও তার সু চিকিৎসার জন্য আমরা রাজপথে থেকে লড়াই করব। এতে যদি আমাদের মৃত্যুও হয় আমরা পিছু হাটব না।