প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ৯:২৪:০৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সমতা ও বৈষহীনতা মানবাধিকার অগ্রগতির মূলমন্ত্র” সিলেট বিভাগে কর্মরত মানবাধিকার সংগঠন সমূহকে নিয়ে গঠিত সিলেট বিভাগীয় মানবাধিকার ঐক্য পরিষদ এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা আজ শনিবার বিকালে সিলেট জেলা বার হল রোমে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় মানবাধিকার ঐক্য পরিষদ এর আহবায়ক আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় মানবাধিকার ঐক্য পরিষদের সদস্য সচিব সৈয়দ আকরাম আল সাহান এর পরিচালনায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় অসংখ্য মানবাধিকার সংগঠনের তৎপরতা অব্যাহত আছে। রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই হলো এসব সংগঠনের মূল উদ্দেশ্য। জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ভোটাধিকার ও কথা বলার অধিকারের নাম মানবাধিকার। স্বাধীনভাবে জনগণের মত প্রকাশ করার অধিকারই হলো মানবাধিকার। ব্যাপক অর্থে মানবাধিকার হলো যাবতীয় গণতান্ত্রিক রীতিনীতি প্রতিষ্ঠা করার নাম। সব দল-মত-গোত্র-গোষ্ঠীর অধিকারপ্রাপ্তি ও প্রতিষ্ঠার উদ্দেশ্য মানবাধিকার। রাষ্ট্রের শাসকের কাছ থেকে সব ধরনের মৌলিক সুশাসন প্রাপ্তিই মানবাধিকার সংগঠনের দাবি।
মূখ্য আলোচক- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে প্রফেসর তাহমিনা ইসলাম বলেন, মানুষের অধিকারের কথা বলার জন্য মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশসহ পৃথিবীতে অনেক মানবাধিকার সংগঠন ও সংস্থার তৎপরতা আছে। নির্যাতিত-নিষ্পেষিত মানুষের অধিকার রক্ষা ও বাস্তবায়নই হচ্ছে মানবাধিকার দিবস ও সংগঠনের উদ্দেশ্য। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অধিকারগুলি কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয়। সেখানে মানুষের মৌলিক মানবাধিকারগুলি চিহ্নিত করা হয়েছে। এ জন্য ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী ও আন্তর্জাতিক প্রবাসি মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট সাংবাদিক কলম যোদ্ধা লেখক লিয়াকত ফরিদী খান প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মানবাধিকার ঐক্য পরিষদ এর যুগ্ম আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম। সার্চ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম,বাংলাদেশ মেন্স রাইট ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি এডভোকেট সলমান উদ্দিন, আইন সহায়তা কেন্দ্র (আসক) এর বিভাগীয় সভাপতি রকিব আল মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা সভপতি আল আসলাম মুমিন, হিউম্যান রাইটস মনিটরিং অরগানাইজেশন বিভাগীয় সভাপতি মোঃ আরিফুর রহমান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুস সোবহান সানি, সাধারণ সম্পাদক এডভোকেট ফয়েজ আহমদ, ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর অনিক আহমদ অপু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি মোসাদ্দিক সাজলু ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী এনামুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, সার্চ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহ জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক তুষার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ চৌধুরী, আইন সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ শামীম, সহ প্রচার সম্পাদক সানোয়ার হোসেন তুহিন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।