প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২১ , ৮:২৭:১৯ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অভিষেক-কার্ড বিতরণী, বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী পরবর্তী আলোচনা সভাইয় সংগঠনের সভাপতি সাংবাদিক এম আবুল হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল ও সুরমা কলেজের প্রভাষক মুস্তাক আহমেদ মোস্তাহার মিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চোধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক একে মিলন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট নাগরিক, জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, দিরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ শিহাব উদ্দিন।
সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সানোয়ার হোসাইন ইমনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আলী আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, সুনামগঞ্জ জেলা শাখার সংস্কৃতি বিষয়ক সম্পাদক তুশার আহমেদ টিপু। ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজ, সাংবাদিক শামসুল ইসলাম খেজুর, তরুণ রাজনীতিবিদ মোঃ রশিদ মিয়া ও সার্চ মানবাধিকার সোসাইটি দিরাই উপজেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছমির উদ্দিনের প্রমূখ।
মানবাধিকার বিষয়ক স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মোবারক হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক জার্মান প্রবাসী এমদাদুল হক চৌধুরী, প্রবীণ শিক্ষক আব্দুর রহমান আল বাকী, মিজানুর রহমান মিজান সহ ব্যবসায়ী রাজনীতিবিদ গণমাধ্যমকর্মী ও দিরাইয়ের বিশিষ্ট নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে নিজনিজ ক্ষেত্রে বিশেষ অবধানের জন্য জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদা নিয়ে জন্ম গ্রহণ করে আর এই অধিকার নিশ্চিত করাই রাস্ট্র ও সমাজের দায়িত্ব। অধিকার বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই শাখার প্রত্যেক সদস্যদেরকে সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে।