প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২১ , ৮:১৪:০১ অনলাইন সংস্করণ
প্রবাসী স্বামী (৪০) ও ছয় বছরের শিশুসন্তান ইসলাম উদ্দিনকে রেখে পরকীয়া প্রেমিক আবু সাঈদের (২২) সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ (৩০)। তিনি গত ১৪ নভেম্বর পরকীয়া প্রেমিক আবু সাঈদের সঙ্গে গোপনে পালিয়ে বিয়ে করেন।
ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামে।
অভিযোগে জানা যায়, জর্ডানে থাকাকালে ওই মেয়ের সঙ্গে পরিচয় হয় প্রবাসীর। পরিচয়ের সূত্র ধরে ২০১০ সালে ওই দেশে তাদের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলের জন্ম হয়। বিয়ের কয়েক বছর সন্তানসহ স্ত্রীকে দেশে পাঠিয়ে দেন প্রবাসী।
দেশে ফিরে ওই গৃহবধূ জগজীবন গ্রামে কিছুদিন থাকার পর তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের প্রবাসীর মামা আমজাদ হোসেনের বাড়িতে বসবাস করছিলেন। তিন মাস আগে ওই গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সাঈদের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এ নিয়ে ওই গৃহবধূ ও আবু সাঈদকে কয়েকবার শাসনও করেছিলেন মামা আমজাদ হোসেন। কিন্তু সব বাধা পেরিয়ে গত ১৪ নভেম্বর রাত ১০টায় ওই গৃহবধূ বাড়ির সবার অজান্তে প্রেমিক আবু সাঈদের সঙ্গে পালিয়ে যান। পরে মামা আমজাদ হোসেন অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন তার ভাগনে বউ আবু সাঈদের সঙ্গে পালিয়ে গেছে।
ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার সময় নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় নিয়ে যান। এ ঘটনায় আমজাদ হোসেন পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ওই প্রবাসীর ছোটভাই বলেন, আবু সাঈদের পরিবারের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আবার নাকি ওই গৃহবধূকে আমাদের সংসারে ফিরিয়ে দেবে। যে আমাদের সংসার ও শিশুসন্তানকে রেখে চলে গেছে। তাকে আর আমরা ফিরে চাই না।
প্রবাসী জানান, আমাদের সংসার জীবনে কোনো ঝগড়াঝাটি ছিল না। কোনো কিছুর অভাব ছিল না। তবুও যে চলে গেছে, তাকে আর ফিরে চাই না।
অভিযুক্ত আবু সাঈদের কাছে সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমরা পালিয়ে কাজির মাধ্যমে গত ১৬ নভেম্বর বিয়ে করেছি। আমার স্ত্রী আগের স্বামীকে ডিভোর্স দিয়েছে।
পীরগাছা থানার এসআই মাসুদার রহমান বলেন, তদন্ত করে আমি ঘটনার সত্যতা পেয়েছি।