• সুনামগঞ্জ

    শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচী পালন

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২১ , ৬:৩২:১৭ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জগন্নাথপুরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি পালন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি বাবু শংকর রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন ও জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। পরে সন্ধ্যা ৬ টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়। এদিকে এই দিবসটি উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনাশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আরও খবর

    Sponsered content