প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ৬:০১:৫৫ অনলাইন সংস্করণ
ওআইসির সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের মূল ফোকাস আফগানিস্তান ইস্যু।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির বিশ্বাস, এই সম্মেলন থেকে ওআইসির সদস্যভুক্ত দেশগুলো আফগানিস্তানের অবস্থা উন্নয়নে একটি ঐক্যমতে পৌঁছতে পারবেন।
তবে পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক বলেছেন, ইসলামাবাদের এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
ওআইসির সম্মেলনে তালেবান সরকারকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। শনিবার তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে হাজির হয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের সঙ্গে সম্মেলন নিয়ে বলেন, এই মুহুর্তে যে কোনো মূল্যে আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করাই অগ্রাধিকার পাবে। এ সময় তিনি জানান, সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাব তোলা হবে না।
পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করতে ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলো আফগানিস্তানের ৯ বিলিয়ন ডলার আটকে রেখেছে। এ কারণে দেশটিতে মারাত্মক অর্থনৈতিক দুরাবস্থা বিরাজ করছে।
জাতিসংঘ বলছে, আফগানিস্তানের ৪ কোটি মানুষের অর্ধেকের ঘরে তিন বেলা খাওয়ার মতো খাবার নেই। এই অবস্থায় তালেবান মুসলিমদেশগুলোর সহযোগিতা কামনা করছে। ক্ষমতা দখলের পর প্রতিবেশী পাকিস্তান তালেবানের স্বীকৃতি আদায়সহ তাদের পক্ষে ব্যাপকভাবে কাজ করছে।
সূত্র: ডন, জিও নিউজ