প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৮:০৬:০২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে দিরাই সহ দেশবাসী ও বিভিন্ন দেশের প্রবাসে থাকা বাংলাদেশি সবাইকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও ল’ইয়ার, প্রবাসী অধিকার পরিষদের বিশিষ্ট নেতা, সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগরগ্রামের কৃতিসন্তান সায়্যেদ নূর।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালী জাতির ইতিহাসে এক অনন্য গৌরব উজ্জ্বল দিন।
১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়, বিশ্বমানচিত্রে জন্মনেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই উপলক্ষে দিরাইসহ দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা।
আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের রক্ত ও আত্ম বলিদানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ।
কোভিড-১৯ মহামারির কারণে দেশে এবং প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন- আমি তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা করোনা আক্রান্ত হয়ে এখন অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি।
বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, জনগণের জীবন মান বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশীগণ বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম অংশীদার। প্রবাসে বসবাসরত বাংলাদেশীগণ বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। আমি প্রত্যাশা করি, প্রবাসে বসবাসরত বাংলাদেশীগণ তাদের অর্জিতজ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখবেন।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামগ্রিক অর্থনৈতিকমুক্তি ও সমৃদ্ধির পথে। আসুন আমরা সবাই মিলে সুখী, সমৃদ্ধও উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাই।
মহান বিজয় দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।
সকলকে ধন্যবাদ।
সায়্যেদ নূর
টংগর, দিরাই,সুনামগঞ্জ।
যুক্তরাজ্য প্রবাসী (আইনজীবী)।