• সুনামগঞ্জ

    মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচী পালন

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ৩:৫১:০১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে তোপধ্বনি, ‌‌‌র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দিনের শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের সূচনা হয়। এতে পৃথক ভাবে পুস্পস্তবক করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর পৌরসভা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যুৎ বিভাগ, শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড- পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সমিতি, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ও শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী। শ্রদ্ধাঞ্জলি অর্পন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর। এ সময় জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি বাবু শংকর রায়, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর সচিব সতীশ গোস্বামী, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজী, মকবুল হোসেন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড- নেতা ফকির আজিজ, উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য সহ সকল শ্রেণি-পেশার সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। পরে বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে। র‌্যালিতে প্রশাসন, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উদ্যোগে পৃথক ভাবে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ বর্ণাঢ্য র‌্যালী ও বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর উপস্থিতিতে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী ইউনিয়ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুজ্জামান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোঃ জাফর ইকবাল এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ জাহেদুজ্জামান সোয়েব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ আসকর আলী, মোঃ আব্দুল হান্নান, মাওলানা মোঃ সাব্বির খান, অত্র বিদ্যালয়েয় শিক্ষক মোঃ আশরাফুজ্জামান, শিক্ষিকা মোছাঃ ফাতেমা জাহান ও শিক্ষিকা মোছাঃ ফাহমিদা বেগম প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন

    আরও খবর

    Sponsered content