• লিড

    ভূমিহীনদের পুনর্বাসন না করে উচেছদ করা যাবেনা

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ১০:৪২:২৪ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ভুমিহীনদের খাস জমি, জলাশয়ে প্রবেশাধীকার ও তাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবেনা মর্মে ঠাকুরগাঁওয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা ভ’মিহীন সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের রোড এলাকায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি রাজকুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন নেতা ছমিরন বেগম, অবিনাশ চন্দ্র রায়, সুবানু ঋষি। এ সময় জেলার বিভিন্ন এলাকার ভ’মিহীনরা উপস্থিত ছিলেন। সভায় ভূমিহীন নেতারা জোরালো ভাবে জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় খাস জমি ও জলাশয় রয়েছে, সেসব খাস জমিতে ভূমিহীনদের পুর্ণবাসন করতে হবে, এবং সেই সাথে যে সমস্ত খাস জমিতে ভূমিহীনরা বসবাস করে আসছেন তাদের র্পূণবাসন না করে উচেছদ করা যাবেনা।

    আরও খবর

    Sponsered content