• সুনামগঞ্জ

    ভারত সরকারের আমন্ত্রণে স্বপরিবারে দিল্লী যাচ্ছেন সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৯:৪২:৫১ অনলাইন সংস্করণ


    আল-হেলাল: ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে স্বপরিবারে দিল্লী যাচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন। স্ত্রী মোছাঃ মোক্তার নেছা সহকারে সোমবার বিকেল ২টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। আগামী ১৩-১৯ ডিসেম্বর পর্যন্ত ভারত সেনাবাহিনীর কলকাতার ফোর্ট উইলিয়ামের উদ্যোগে স্বর্ণিম বিজয়বর্ষ ২০২১ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ৩০ সদস্যের পরিবারের প্রতিনিধি দলের সাথে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এ আমন্ত্রণ পেয়ে ইতিমধ্যে দিল্লীর উদ্দেশ্যে ঢাকায় রওয়ানা হয়েছেন। সেখানে অবস্থানকালে ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎসহ সেনাবাহিনী আয়োজিত সরকারী অনুষ্ঠানে যোগদান ও রাত ৮টায় প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজে অংশগ্রহন করবেন তিনি। ১৫ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় রেডফোর্ট,কুতুব মিনার,হযরত নিজাম উদ্দিন দরগাহ ও দিল্লীর জাতীয় যাদুগর পরিদর্শন করবেন। পরবর্তীতে আগ্রায় অনুষ্ঠিত বিভিন্ন সরকারী অনুষ্ঠানাদিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ১৮ ডিসেম্বর শনিবার তাজমহল ও আজমীর শরীফ পরিদর্শন শেষে ১৯ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করবেন। ভারতীয় হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার সাবেরওয়াল এর আমন্ত্রণপত্রের উদ্বৃত্তি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সময়ের স্বল্পতার কারণে তিনি সকলকে বিষয়টি অবগত করতে না পারায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন। বিদেশ সফরকালে বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন ও তার সহধর্মীনি মোছাঃ মোক্তার নেছা সকলের কাছে কামনা করেছেন দোয়া ও সহযোগীতা ।

    আরও খবর

    Sponsered content