• আহত / নিহত

    নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২১ , ৫:৫০:০৮ অনলাইন সংস্করণ

    সংঘর্ষে নিহত সেলিম হোসেনঃ ছবি সংগৃহীত

    মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সেলিম হোসেন (৩২)।

    নিহত সেলিম দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের মো. জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। 

    ঘটনার পর এলাকাবাসী ও নিহতের স্বজনরা সেলিমের লাশ নিয়ে মিছিল করেন। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

    প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, দেবোত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু হানিফ মো. মোহাইমেনুল হোসেন চঞ্চলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কেএম শাহিন হোসেনের সমর্থকদের প্রচারণা নিয়ে উত্তেজনা চলছিল।

    শনিবার দুপুরে সেলিমসহ স্বতন্ত্র প্রার্থী শাহিনের সমর্থকরা ইউনিয়নের রায়পুর গ্রামে ভোট চাইতে গেলে নৌকার প্রার্থী চঞ্চলের সমর্থকদের সামনে পড়ে যায়। এ সময় দু’গ্রুপের সংঘর্ষে সেলিমসহ কমপক্ষে ১৩ জন গুরুতর আহত হন। সেলিমকে উদ্ধার করে পাবনা জেনারের হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    স্বতন্ত্র প্রার্থী শাহিন অভিযোগ করে বলেন, কোনো সংঘর্ষ নয়, নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে সেলিমসহ তার ১৫-১৬ জন সমর্থককে আহত করেছেন। সেলিম হাসপাতালে মারা গেছে।

    এদিকে সেলিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। সন্ধ্যায় বিক্ষুব্ধরা নিহত সেলিমের লাশ নিয়ে মিছিল করে এবং হত্যাকারীদের ফাঁসি দাবি জানায়। 

    ঘটনার বিষয়ে আটঘরিয়া থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি

    আরও খবর

    Sponsered content