প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ১২:২৩:০২ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ জোড়া খুনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানকে এবং গৌরনগর গ্রামের মিলন সর্দার হত্যা মামলার পলাতক আসামি কাউসার মোল্লাকে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত জিল্লুর রহমান চেয়ারম্যান ও কাউসার মোল্লা দুজন দুই গ্রুপের দলনেতা।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের ডাবল মার্ডারের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জিল্লুর রহমান চেয়ারম্যানসহ থানাকান্দি গ্রামের মিলন সর্দার হত্যা মামলার পলাতক আসামি কাউসার মোল্লাকেও বৃহস্পতিবার ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পূর্ববিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন। গত ফেব্রুয়ারি মাসে পূর্ববিরোধের জের ধরে কৃষ্ণনগর ইউনিয়নে গৌরনগর গ্রামের কান্দাপাড়ার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধ মিলন সর্দারকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।