প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২১ , ৭:০৩:২৩ অনলাইন সংস্করণ
আল-হেলাল,সুনামগঞ্জ থেকে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সুরমা ব্রাঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও স্কুল মাঠে ও পদক্ষেপ কার্যালয় প্রাঙ্গনে পৃথক পৃথকভাবে সমৃদ্ধি কর্মসুচির যুব কমিটি ও প্রবীণ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসুচির কো-অর্ডিনেটর মোঃ আলতাফ হোসেন। বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্যা মাজেদা বেগম,সামাজিক উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম,দীপংকর মালাকার,সনেট রায়,কৃষি কর্মকর্তা মোঃ সোহেল খান প্রমুখ।