প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২১ , ৬:০৩:২৬ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে হাস্কিং মিলের (চাল কল) ফিতায় শাড়ি পেঁচিয়ে আয়শা বেগম (৬০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাতে সদর উপজেলার ভেলাজান সেন্টার হাটে জহির ডিলারের হাস্কিং মিলে নারী শ্রমিক মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম ঐ এলাকার পাহার ভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী পুলিশ সুত্র জানায়, নিহত আয়শা বেগম মিলে কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিলে অসাবধানতাবশতv তার পড়নের শাড়ি মিলের ফিতায় পেঁচিয়ে যায় । আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধারে এগিয়ে গেলেও শ^াসরুদ্ধ হয়ে ঐ শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম হাস্কিং মিলের দুর্ঘটনার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।