• সংবাদ সম্মেলন

    ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দের সংবাদ সম্মেলন

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ৩:০৮:০৪ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফোলোবৃন্দের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ফেলো সাবিনা ইয়াসমিন রিপা ও মো: ফজলে রাব্বীর আয়োজনে ও রংপুর বিভাগের রিজিওনাল ম্যানেজার আলী ইজাজের সার্বিক সহযোগিতায় গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য দেন প্যানেল গেস্ট জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিন, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমুখ। এ সময় আ’লীগ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ২০ জন ফেলো উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌরসভার বিভিন্ন এলাকায় অপর্যাপ্ত ডাস্টবিন সমস্যার কারনে যত্রতত্র আবর্জনার স্তুপ তৈরী হওয়ায় দুর্গন্ধ ছাড়ানোয় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। উল্লেখিত এলাকাগুলোতে ডাস্টবিন স্থাপনের দাবিতে গনস্বাক্ষর অভিযান চালিয়ে বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে এবং তিনি দ্রুত সময়ের মধ্যে ডাস্টবিন স্থাপনের প্রতিশ্রতি দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content