প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২১ , ৬:৪৭:১৯ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি॥ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষে ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার সকালে প্রতিষ্ঠানটির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো: আব্দুর রশীদ খান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্য কালে তিনি বর্তমান সরকারের রুপকল্প-২০৪১ বাস্তবায়নে এলজিইডি’র কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষে কাজ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি’র মানব সম্পদ বিভাগের প্রধান প্রকৌশলী হাদিউল আজিজ, পরিকল্পনা শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মো: মহসিন, সহকারী প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার। এছাড়াও সভায় বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।